বিষয়বস্তুতে চলুন

নরম্যান কোল (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নরম্যান জন কোল (১ জুন ১৯০৯ - ২২ জানুয়ারী ১৯৭৯) ছিলেন একজন ব্রিটিশ রক্ষণশীল এবং জাতীয় উদারপন্থী সংসদ সদস্য। তিনি ১৯৫১ থেকে ১৯৬৬ পর্যন্ত সাউথ বেডফোর্ডশায়ারের প্রতিনিধিত্ব করেছিলেন, যখন আসনটি লেবার প্রার্থী গুইলিম রবার্টস গ্রহণ করেছিলেন।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

এমপি থাকাকালীন কোল একটি প্রাইভেট মেম্বার বিল প্রবর্তন করেন যা শেষ পর্যন্ত শিশু ও তরুণ ব্যক্তি (সংশোধন) আইন ১৯৫২-এ পরিণত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hansard, House of Lords, Fifth Series, Vol. 177, Col. 579, 1 July 1952

বহিঃসংযোগ[সম্পাদনা]