বিষয়বস্তুতে চলুন

নামক্কাল লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামক্কাল লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১৬ নং-এ নামক্কাল
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত২০০৯-বর্তমান
মোট নির্বাচক১,০৭৫,৫২৬[১]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
এ. কে. পি. চিনরাজ
দলকোঙ্গুনাড়ু মাক্কল দেশীয় কাটচি
নির্বাচিত বছর২০১৯

নামক্কাল লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর সালেম জেলার দক্ষিণ পশ্চিম অংশ ও সমগ্র নামক্কাল জেলা নিয়ে গঠিত৷

ইতিহাস[সম্পাদনা]

নামক্কাল লোকসভা কেন্দ্রে ২০০৯ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে তিনবার লোকসভা নির্বাচন হয়েছে৷

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[২] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ১টি বিধানসভা কেন্দ্র (রসিপুরম) তফসিলী জাতিদের জন্য ও ১টি বিধানসভা কেন্দ্র (শান্তমঙ্গলম) তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত। বিধানসভা কেন্দ্রগুলি হলো,

শঙ্খগিরি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি সালেম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

শান্তমঙ্গলম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নামক্কাল জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

নামক্কাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নামক্কাল জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পরমাতি ভেলোর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৫ নং বিধানসভা কেন্দ্র। এটি নামক্কাল জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

তিরুচেঙ্গড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৬ নং বিধানসভা কেন্দ্র। এটি নামক্কাল জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

রসিপুরম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯২ নং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত। এটি নামক্কাল জেলায় অবস্থিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন কোঙ্গুনাড়ু মাক্কল দেশীয় কাটচি-এর শ্রী এ. কে. পি. চিনরাজ।[৩]

সংসদ সদস্য[সম্পাদনা]

লোকসভা স্থিতিকাল কেন্দ্র এমপির নাম পার্টি
পঞ্চদশ লোকসভা ২০০৯-২০১৪ নামক্কাল এস. গান্ধীচেলবন দ্রাবিড় মুনেত্র কড়গম[৪]
ষোড়শ লোকসভা ২০১৪-২০১৯ পি. আর. সুন্দরম সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[৫]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান এ. কে. পি. চিনরাজ কোঙ্গুনাড়ু মাক্কল দেশীয় কাটচি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। আগস্ট ২, ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৯ 
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/namakkal.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  5. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯