বিষয়বস্তুতে চলুন

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট
গঠিত২০১৩; ১১ বছর আগে (2013)
ধরনসরকারি
সদরদপ্তরকাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ব্যবস্থাপনা পরিচালক
মোঃ শাহ আলম
ওয়েবসাইটwww.nddtrust.gov.bd

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধনের জন্য এ ট্রাস্ট নিরলসভাবে কাজ করছে।[১]

ইতিহাস[সম্পাদনা]

২০০৬ সালে জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদে স্বাক্ষর ও সমর্থনের পর বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনার জন্য এলটি প্রতিষ্ঠানের গুরুত্ব দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ প্রণীত হয়। ২০১৪ সালে ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট যাত্রা শুরু করে।[১][২]

সেবাসমূহ[সম্পাদনা]

  • মোবাইল অ্যাপ বলতে চাই অবমুক্তকরণ। এর মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা অমৌখিক (non-verbal) যোগাযোগে পারদর্শীতা লাভ করবে।[৩]
  • মোবাইল অ্যাপ স্মার্ট অটিজম বার্তার অবমুক্তি। এর মাধ্যমে পিতা-মাতা, চিকিৎসক, স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষিত কর্মকর্তাগণ অটিজম স্ক্রিনিং ও পরবর্তী করণীয় বিষয়গুলো জানতে পারবেন।[৪]

অধিভুক্ত বিদ্যালয়সমূহের তালিকা[সম্পাদনা]

বর্তমানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ৭৪টি বিশেষায়িত বিদ্যালয় পরিচালনা করে।[৫]

  1. প্রয়াস (বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান)
  2. সুইড বাংলাদেশ (প্রধান কার্যালয়), ঢাকা
  3. কেন্দ্রীয় প্রতিষ্ঠান (এনআইআইডি)
  4. সুইড ল্যাবরেটরী মডেল স্কুল, ঢাকা
  5. রমনা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  6. মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  7. ধানমন্ডি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  8. তেজগাঁও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  9. ধামরাই বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  10. খিলগাঁও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  11. গেন্ডারিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  12. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, মিরপুর
  13. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, মালিবাগ
  14. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ধামরাই
  15. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, সাভার
  16. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, নরসিংদী
  17. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, কিশোরগঞ্জ
  18. কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ফরিদপুর
  19. ফরিদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  20. নারায়ণগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  21. টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  22. টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  23. গাজীপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  24. প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়, মাদারীপুর
  25. বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়, গোপালগঞ্জ
  26. ময়মনসিংহ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  27. প্রভাতী প্রতিবন্ধী বিদ্যালয়, ময়মনসিংহ
  28. সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, জামালপুর
  29. জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  30. কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, নেত্রকোনা
  31. রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  32. বগুড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  33. পাবনা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  34. রংপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  35. পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, রংপুর
  36. গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, রংপুর
  37. লালমনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  38. আদিতমারী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাট
  39. নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাট
  40. দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  41. কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  42. নাগেশ্বরী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, কুড়িগ্রাম
  43. রিক্তা আক্তার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, কুড়িগ্রাম
  44. গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  45. ভরতখালী অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, গাইবান্ধা
  46. আরিফ আফজালুর রাব্বি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, গাইবান্ধা
  47. নীলফামারী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  48. ফ্রীড এন্ড ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন, ঠাকুরগাঁও
  49. খুলনা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  50. কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  51. মহল্লা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া
  52. সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  53. সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  54. সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, বাগেরহাট
  55. আলহাজ্ব ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, বাগেরহাট
  56. যশোর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  57. বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  58. পিরোজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়
  59. সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, পিরোজপুর
  60. পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  61. ভোলা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  62. কানুদাসকাঠি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  63. চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  64. চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  65. ফেনী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  66. আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
  67. সনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
  68. নোয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  69. কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  70. কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
  71. সিলেট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  72. সিলেট আর্ট এবং অটিস্টিক স্কুল
  73. সিলেট ইনক্লুসিভ স্কুল
  74. ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল, মৌলভীবাজার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট"nddtrust.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  2. "নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  3. "মোবাইল অ্যাপ বলতে চাই"nddtrust.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  4. "মোবাইল অ্যাপ স্মার্ট অটিজম বার্তা"nddtrust.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  5. "নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়" (পিডিএফ)nddtrust.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬