বিষয়বস্তুতে চলুন

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিরোধী দলনেতা
পশ্চিমবঙ্গ বিধানসভা
দায়িত্ব
শুভেন্দু অধিকারী

১০ মে ২০২১ থেকে
সম্বোধনরীতিমাননীয়
এর সদস্যপশ্চিমবঙ্গ বিধানসভা
যার কাছে জবাবদিহি করেপশ্চিমবঙ্গ সরকার
আসনবিধানভবন, কলকাতা
মনোনয়নদাতাবিধানসভার প্রধান বিরোধী দলের সদস্যরা
নিয়োগকর্তাবিধানসভার অধ্যক্ষ
মেয়াদকাল৫ বছর
বিধানসভার মেয়াদের শেষ পর্যন্ত
গঠন১২ জানুয়ারি ১৯৩৭; ৮৭ বছর আগে (1937-01-12)
ডেপুটিবিরোধী উপনেতা

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হলেন সেই রাজনীতিবিদ যিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দলের নেতৃত্ব দেন।

যোগ্যতা[সম্পাদনা]

দাপ্তরিক বিরোধীদল[১] হলো পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি রাজনৈতিক দলকে মনোনীত করতে ব্যবহৃত একটি শব্দ যা বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম সংখ্যক আসন পেয়েছে। আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার জন্য, দলটির অবশ্যই বিধানসভার মোট সদস্য সংখ্যার কমপক্ষে ১০% থাকতে হবে। একটি একক দলকে ১০% আসনের মানদণ্ড পূরণ করতে হবে, জোট নয়। ভারতের অনেক রাজ্যের আইনসভাও এই ১০% নিয়ম অনুসরণ করে যখন বাকিরা তাদের নিজ নিজ কক্ষের নিয়ম অনুসারে একক বৃহত্তম বিরোধী দল পছন্দ করে।

বিরোধী দলের নেতাদের তালিকা[সম্পাদনা]

ক্রম প্রতিকৃতি নাম নির্বাচনী এলাকা মেয়াদ Assembly
(Election)
পার্টি
পঙ্কজ বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ১৪ জুন ২০০১ ১২ মে ২০০৬ ৪ বছর, ৩৩২ দিন ১৩তম
(২০০১ নির্বাচন)
তৃণমূল কংগ্রেস
পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৩ মে ২০১১ ৪ বছর, ২৩৪ দিন ১৪তম
(২০০৬ নির্বাচন)
১০ সূর্যকান্ত মিশ্র নারায়ণগড় ১ জুন ২০১১ ২৫ মে ২০১৬ ৪ বছর, ৩৫৯ দিন ১৫তম
(২০১১ নির্বাচন)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
১১ আব্দুল মান্নান চম্পদানি ২ জুন ২০১৬ ৩ মে ২০২১ ৪ বছর, ৩৩৫ দিন ১৬তম
(২০১৬ নির্বাচন)
ভারতীয় জাতীয় কংগ্রেস
১২ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ১৩ মে ২০২১ শায়িত্ব ৩ বছর, ২৩ দিন ১৭তম
(২০২১ নির্বাচন)
ভারতীয় জনতা পার্টি

বিরোধী দলের উপনেতা[সম্পাদনা]

নাম মেয়াদ দল
আবু হাসেম খান চৌধুরী ২০০৬-২০০৯ তৃণমূল
মানস ভুনিয়া ২০০৯-২০১১ তৃণমূল
সুভাষ নস্কর ২০১১-২০১৬ আরএসপি
নেপাল মাহাতো ২০১৬-২০২১ তৃণমূল
মিহির গোস্বামী ২০২১-বর্তমান বিজেপি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Salary and Allowances of Leaders of Opposition in Parliament Act, 1977"। Ministry of Parliamentary Affairs, Government of India। ১৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১২