বিষয়বস্তুতে চলুন

মিহির গোস্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিহির গোস্বামী
পশ্চিমবঙ্গের বিরোধী দলের উপনেতা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ মে ২০২১
গভর্নরজগদীপ ধনখার
লা গণেশন (অতিরিক্ত দায়িত্ব)
সিভি আনন্দ বোস
নেতাশুভেন্দু অধিকারী
পূর্বসূরীনেপাল মাহাতা
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে ২০২১
পূর্বসূরীরবীন্দ্র নাথ ঘোষ
সংসদীয় এলাকানাটাবাড়ি
কাজের মেয়াদ
১৯৯৬–২০০১, ২০১৬ – ২০২১
পূর্বসূরীঅক্ষয় ঠাকুর
উত্তরসূরীনিখিল রঞ্জন দে
সংসদীয় এলাকাকোচবিহার দক্ষিণ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৫৪ (বয়স ৭০)
কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি (২০২০-বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
তৃণমূল কংগ্রেস (১৯৯৮-২০২০)
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৮৪-১৯৯৮)
পেশারাজনীতিবিদ

মিহির গোস্বামী পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ । তিনি কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০১৬-২০২১ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন । তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান ছিলেন ।[১][২] ২০২০ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলের সদস্য থাকার পর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন । বর্তমানে তিনি নাটাবাড়ির প্রতিনিধিত্ব করছেন।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

তিনি অবিভক্ত কংগ্রেসে জেলা যুব কংগ্রেসের সভাপতি ছিলেন (যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যুব কংগ্রেস সভাপতি)। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে ১৯৯৬ সালে কোচবিহার উত্তর (বিধানসভা কেন্দ্র) আসনে জয়ী হন । পরে, তিনি ১৯৯৮ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । ২০১৬ (কোচবিহার দক্ষিণ) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি আবার একই আসনে জয়লাভ করেন।[৩]

তিনি টিএমসি থেকে পদত্যাগ করেন এবং ২৭ নভেম্বর ২০২০-এ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, ৩১ অক্টোবর তার অফিস থেকে পদত্যাগ করেন।[৪] তিনি বিজেপি প্রার্থী হিসেবে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি আসন থেকে নির্বাচিত হন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "West Bengal 2016 MIHIR GOSWAMI (Winner) COOCHBEHAR DAKSHIN (COOCHBEHAR)"myneta.info। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬ 
  2. "Trinamool MLA Mihir Goswami Joins BJP Hours After Announcing Resignation" 
  3. "Winner and Runner up Candidate in Cooch-behar-dakshin assembly constituency"elections.in। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬ 
  4. "Trinamool MLA Mihir Goswami resigns from party, joins BJP"The Hindu। ২৭ নভেম্বর ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]