বিষয়বস্তুতে চলুন

পাওয়ার (২০১৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাওয়ার
মুক্তি পোস্টার
পরিচালকরাজীব কুমার বিশ্বাস
প্রযোজকশ্রীকান্ত মোহতা
নিসপাল সিং
রচয়িতাঅভিমন্যু মুখার্জী
শ্রেষ্ঠাংশেজিৎ
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
নুসরাত জাহান
সুরকারজিৎ গাঙ্গুলী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
সুরিন্দর ফিল্মস
মুক্তি
  • ১৪ এপ্রিল ২০১৬ (2016-04-14)
দেশ ভারত
ভাষাবাংলা

পাওয়ার ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কৌতুকাভিনয়ভিত্তিক বাংলা ভাষার একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন রাজীব কুমার বিশ্বাস।এই চলচ্চিত্রের সাউণ্ডট্রেক রচনা করেন জিৎ গাঙ্গুলী। চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেন জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং নুসরাত জাহান। এটি একটি ২০১৪ তেলুগু চলচ্চিত্র পাওয়ারের পুনর্নির্মাণ যার অভিনয়ে ছিলেন রবি তেজা[১]

কাহিনি[সম্পাদনা]

একটি ব্যক্তি যিনি তাঁর পূর্বে জীবনে দেখতে ছিলেন একজন সৎ পুলিশ-কর্মচারী মতো, তিনি পুলিশে যোগ দেওয়ার জন্য আগ্রহী।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

পাওয়ার
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৬
শব্দধারণের সময়২০১৫-২০১৬
ঘরানাবৈশিষ্ট্যে চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১১:২৯
সঙ্গীত প্রকাশনীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
প্রযোজক
জিৎ গাঙ্গুলী কালক্রম
কি করে তোকে বলবো
(২০১৬)
পাওয়ার
(২০১৬)
লাভ এক্সপ্রেস
(২০১৬)

এই সঙ্গীতগুলো রচনা করেন জিৎ গাঙ্গুলী

সকল গানের গীতিকার যথাক্রমে - প্রসেন, রাজা চন্দ।

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."মিস্ড কল"রাজা চন্দজিৎ গাঙ্গুলীনাকস্ আজিজ, আকৃতি কক্কর৩:৩৯
২."আজ আমায়"প্রসেনজিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী, অন্বেষা৪:২০
৩."চাকুম চুকুম"রাজা চন্দজিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী, মোনালি ঠাকুর৩:৩০

তথ্যসূত্র[সম্পাদনা]