বিষয়বস্তুতে চলুন

ফোকাস এনই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফোকাস এনই
উদ্বোধন২০০৩
বন্ধ২০১৫
মালিকানাপজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেড
স্লোগাননেতাকে অনুসরণ করো
দেশভারত
ভাষাঅসমীয়া, ইংরেজি, হিন্দি
প্রধান কার্যালয়গুয়াহাটি, আসাম, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ফোকাস হাই-ফাই, ফোকাস বাংলা
ওয়েবসাইটwww.mizoramnewz.com
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত)চ্যানেল ৬২০
বিগ টিভি (ভারত)চ্যানেল ৭৮০
চ্যানেল ৮৫৫

ফোকাস এনই উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট সংবাদ চ্যানেল ছিল।[১] এই চ্যানেলে অসমীয়া, ইংরেজি, হিন্দি, বাংলা, মনিপুরী, নাগামিজ, বোডো, মিজো, গারো, কার্বি, ডিমাসা, নেপালি, রংমেই নাগা, কোক বোরক ও চাদরি ভাষার সংবাদ পরিবেশন করা হত। সংবাদ ছাড়াও এটি অনেক তথ্যবিনোদন অনুষ্ঠান সম্প্রচার করত। বর্তমানে এই চ্যানেলটি বন্ধ আছে।

অনুষ্ঠান[সম্পাদনা]

এই সংবাদ চ্যানেলে প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রদর্শন করা হত। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি ছিল:

  • গুড মর্নিং নর্থ ইস্ট
  • খিচিরি খবর
  • ভাগ্য লিপি
  • বিস্মিত অ্যাপলক
  • ফোকাস গোয়াহা
  • সুরের পানসই
  • এন.ই. টিভি স্টেডিয়াম
  • রংধনু
  • রংচড়া
  • ইতিবাচক... ভালো খবর
  • ফোকাস এনই অপারেশন
  • TV য়ে TV য়ে
  • বক্স অফিস মিটার
  • ভয়েচ অব অসম

উপলব্ধতা[সম্পাদনা]

এই চ্যানেল নিম্নলিখিততে উপলব্ধ ছিল:

  • এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত) ৬২০
  • রিলায়েন্স ডিজিটাল টিভি (ভারত) ৭৮০
  • ডিশ টিভি (ভারত) ৮৫৫
  • সান ডাইরেক্ট ডিটিএইচ (ভারত) ৬৯১
  • টাটা স্কাই (ভারত) ৯৯৩
  • ভিডিওকন ডি২এইচ (ভারত) ৭৬৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "A B O U T U S"। ২৪ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০