বিষয়বস্তুতে চলুন

বিজয় সরণি মেট্রো স্টেশন

স্থানাঙ্ক: ২৩°৪৬′০০″ উত্তর ৯০°২২′৫৯″ পূর্ব / ২৩.৭৬৬৭৭০৫° উত্তর ৯০.৩৮৩০৯৯৬° পূর্ব / 23.7667705; 90.3830996
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয় সরণি
ঢাকা মেট্রোরেলের স্টেশন
বিজয় সরণি মেট্রোরেল স্টেশন ভবণ।
স্থানাঙ্ক২৩°৪৬′০০″ উত্তর ৯০°২২′৫৯″ পূর্ব / ২৩.৭৬৬৭৭০৫° উত্তর ৯০.৩৮৩০৯৯৬° পূর্ব / 23.7667705; 90.3830996
মালিকানাধীনঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
লাইনলাইন ৬
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
রেলপথ২ টি
নির্মাণ
গঠনের ধরনউড়াল
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ Handicapped/disabled access
ইতিহাস
চালু১৩ ডিসেম্বর ২০২৩ (2023-12-13)
বৈদ্যুতীকরণ১,৫০০ ভোল্ট ডিসি ওভারহেড লাইন
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন ঢাকা মেট্রো পরবর্তী স্টেশন
আগারগাঁও এমআরটি লাইন ৬ ফার্মগেট
অভিমুখে কমলাপুর
যাত্রাপথের মানচিত্র
কিমি
০.০০
টঙ্গী
টঙ্গী বাজার
সোনারগাঁও জনপথ পূর্ব
সোনারগাঁও জনপথ পশ্চিম
দিয়াবাড়ি বাজার
টঙ্গী সম্প্রসারণ অংশের শুরু
৭.৫
উত্তরা উত্তর Bus interchange
উত্তরা সেন্টার
উত্তরা দক্ষিণ
পল্লবী
মিরপুর ১১
মিরপুর ১০
কাজীপাড়া
শেওড়াপাড়া
১৯.২৩
আগারগাঁও Bus interchange
বিজয় সরণি
ফার্মগেট
কারওয়ান বাজার
শাহবাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ সচিবালয়
মতিঝিল Bus interchange
২৮.৭৬
কমলাপুর
সূত্র[১]
অবস্থান
মানচিত্র

বিজয় সরণি মেট্রো স্টেশন ঢাকা মেট্রোরেলের একটি স্টেশন। এই স্টেশনটি ঢাকাবিজয় সরণি এলাকায় অবস্থিত। স্টেশনটি এমআরটি লাইন ৬-এর অন্তর্গত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর স্টেশনটির উদ্বোধন করা হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০২২ সালের ডিসেম্বর মাসে অনুমান করা হয় স্টেশনটি ২০২৪ সালের শেষদিকে মেট্রো রেল পরিষেবার জন্য উদ্বোধন করা হবে।[৩] পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরেই স্টেশনটি জনসাধারণের পরিষেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্টেশন[সম্পাদনা]

স্টেশন বিন্যাস[সম্পাদনা]

জি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
এল১ মধ্যবর্তী ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, টিকেট বিক্রয় মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, বাম দরজা খুলবে Handicapped/disabled access
দক্ষিণদিকগামী দিক → ফার্মগেট
উত্তরদিকগামী দিক ← আগারগাঁও
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, বাম দরজা খুলবে Handicapped/disabled access
এল২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লাইন ৬ যাত্রাপথ মানচিত্র" (পিডিএফ)ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  2. "মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি স্টেশন চালু"দ্য ডেইলি স্টার। ১৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩ 
  3. "Agargaon to Uttara by metro rail for breakfast"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১