বিষয়বস্তুতে চলুন

বিভিন্ন আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ের উপর ঘবেষণা করে তাদের প্রতিবেদন প্রকাশ করে। যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য-উপাত্ত যাচাই করে একটি তালিকা প্রকাশ করে। সে তালিকায় বিভিন্ন সূচকে কোন দেশের অবস্থান কত এবং বিগত বছরগুলোতে কতটুকু পরিবর্তন হয়েছে তা উল্লেখ থাকে। এমনকি মাঝে-মাঝে সে তথ্যের উপর বিশ্লেষণ করে পরবর্তী বছরগুলোতে তার কী পরিমাণ পরিবর্তন হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।

নিচে বিশ্বের কোন্ সূচকে ভারতের অবস্থান কত-তম তার একটি তালিকা দেওয়া হল।

ভূগোল[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
আয়তন ২৫৫টি ৭ম (৩২,৮৭,২৬৩ কিমি) রাশিয়া ভ্যাটিকান সিটি দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক (২০২৪)[১]

জনপরিসংখ্যান[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
জনসংখ্যা ২০৭টি ১ম (১৪২ কোটি ৮৬ লাখ) ভারত ভ্যাটিকান সিটি ওয়ার্ল্ডোমিটার (২০২৪)[২]
জনঘনত্ব ২০৭টি ২৮শ (৪৮১ জন/কিমি) মোনাকো গ্রিনল্যান্ড (ডেনমার্ক রাজ্য) ওয়ার্ল্ডোমিটার (২০২৪)[২]
প্রজনন হার ২০৯টি ১০৩তম (২.০৩) নাইজার হংকং (চীন) বিশ্ব ব্যাংক (২০২১)[৩]
জনসংখ্যা বৃদ্ধির হার ২৩৬টি ১২১তম (০.৭২%) দক্ষিণ সুদান কুক দ্বীপপুঞ্জ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক (২০২৪)[৪]

স্বাস্থ্য[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
প্রত্যাশিত আয়ুষ্কাল ২০১টি ১৪৬তম (৬৭.২৪ বছর) হংকং (চীন) চাদ বিশ্ব ব্যাংক গোষ্ঠী (২০২১)[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Country Comparisons — Area"www.cia.gov। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  2. "Population by Country (2024) - Worldometer"www.worldometers.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  3. "Fertility rate, total (Births per woman) | Data" 
  4. "Country Comparisons — Population Growth Rate"www.cia.gov। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  5. "Life expectancy at birth, total"। The World Bank Group। ২৯ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩