বিষয়বস্তুতে চলুন

বিমূর্তন (কম্পিউটার বিজ্ঞান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি ডাটাবেস সিস্টেমের ডেটা বিমূর্তনের লেভেল

বিমূর্তনের সারাংশ হচ্ছে, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করা এবং সেই প্রসঙ্গে অপ্রাসঙ্গিক তথ্য ভুলে যাওয়া।

– জন ভি. গুত্তাগ[১]

সফটওয়্যার প্রকৌশলকম্পিউটার বিজ্ঞানে বিমূর্তন হচ্ছেঃ

  • শারীরিক, স্থানীয়, বা সাময়িক বিবরণ[২] বা বস্তু বা সিস্টেমের অধ্যয়নের বৈশিষ্ট্যাবলী আরও আগ্রহের অন্যান্য বিবরণে আরও ঘনিষ্ঠভাবে উপস্থিত হওয়ার প্রক্রিয়া; সাধারণীকরণের প্রক্রিয়ার ক্ষেত্রে এটি খুব অনুরূপ;
  • বিমূর্ত ধারণা- বস্তুগুলি যা বিভিন্ন কংক্রিট অবজেক্ট বা অধ্যয়নের সিস্টেমগুলিতে সাধারণ বৈশিষ্ট্যগুলি বা গুণাবলীগুলি রেখে তৈরি করে- বিমূর্ততার প্রক্রিয়াটির ফলাফল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Guttag, John V. (২০১৩-০১-১৮)। Introduction to Computation and Programming Using Python (Spring 2013 সংস্করণ)। Cambridge, Massachusetts: The MIT Press। আইএসবিএন 9780262519632 
  2. Colburn, Timothy; Shute, Gary (২০০৭-০৬-০৫)। "Abstraction in Computer Science"Minds and Machines (ইংরেজি ভাষায়)। 17 (2): 169–184। আইএসএসএন 0924-6495ডিওআই:10.1007/s11023-007-9061-7