বিষয়শ্রেণী আলোচনা:গণিত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গণিত category এর উপশ্রেণীগুলো খুব বেশী সমৃদ্ধ এবং গোছানো মনে হচ্ছে না। english wikipedia কে অনুকরণ করা যেতে পারে।


সালেহীন ১০:০৪, ৬ আগস্ট ২০০৬ (UTC)

অবশ্যই এই বিষয়শ্রেণীর আরও উপবিষয়শ্রেনী তৈরি করা প্রয়োজন। প্রাথমিক ভাবে অস্থায়ীভাবে মূল বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। --রাজিবুল ১০:২৪, ৬ আগস্ট ২০০৬ (UTC)

গাণিতিক প্রতীক এবং সংখ্যা প্রসঙ্গে[সম্পাদনা]

গণিত বিষয়ক নিবন্ধ লেখার সময় সংখ্যাগুলো ইংরেজী তে এবং প্রতীক গুলো ইংরেজী,গ্রীক বা ল্যাটিন ব্যবহার করলে কেমন হয়? আমার ধারণা, বাংলায় সংখ্যা ব্যবহারে বাংলাভাষীরা খুব বেশী অভ্যস্ত নয়। --সালেহীন ১৪:৫০, ৭ আগস্ট ২০০৬ (UTC)

আরেকটা ব্যাপার হল যে, উইকিপিডিয়ার math mode হল LaTeX ভিত্তিক, যা শুধুই ইংরেজি /গ্রিক হরফ ব্যবহার করতে পারে। তাই গণিতের নিবন্ধের ফরমুলা গুলোতে ইংরেজি সংখ্যাই কেবল ব্যবহার করা সম্ভব। --রাগিব (আলাপ | অবদান) ১৪:৫৫, ৭ আগস্ট ২০০৬ (UTC)

মেনিফোল্ড এবং মেনিফোল্ডের গঠন, এই দুইটা উপশ্রেনী আসলে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে,মুছে দিন[সম্পাদনা]

ধন্যবাদ--Tanvir ০৫:১৩, ২৯ আগস্ট ২০০৬ (UTC)

Deleted Category:মেনিফোল্ডের গঠন according to your request. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:২৫, ২৯ আগস্ট ২০০৬ (UTC)

আপনি বুঝতে ভুল করেছেন। ম্যানিফোল্ড এবং ম্যানিফোল্ডের গঠন থাকবে। মুছতে হবে মেনিফোল্ড ও মেনিফোল্ডের গঠন, এই দুটোকে। ম্যানিফোল্ড ও ম্যানিফোল্ডের গঠন ঠিক আছে, মেনিফোল্ড ও মেনিফোল্ডের গঠন এই দুইটা অবাঞ্ছিত। ধন্যবাদ--Tanvir ০৭:৩৪, ২৯ আগস্ট ২০০৬ (UTC)
OK I didnt understand you clearly last time..Could do that now,.. but I wonder if category name need to be so detailed! I would imagine category:মেনিফোল্ড would be a more general category and thus cover a broader need, woun't it? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৩৮, ২৯ আগস্ট ২০০৬ (UTC)
ইংরেজী উইকিতে ম্যানিফোল্ড এবং ম্যানিফোল্ডের গঠন, এই দুইটা ক্যাটাগরিই আছে। আমি জানি না কোন যুক্তিতে তারা সেটা করেছে। তবে আরো একবার বলছি মেনি না ম্যানি রাখতে চাচ্ছি। শুধুমাত্র category:ম্যানিফোল্ড রাখাটা, আমার কাছেও অধিক গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। আমার সাথে একমত হলে, দয়া করে category:মেনিফোল্ড, category:মেনিফোল্ডের গঠন এবং category:ম্যানিফোল্ডের গঠন, এই তিনটি ক্যাটাগরি মুছে দিন। ধন্যবাদ--Tanvir ১৯:২০, ১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)