বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:সামাদ ম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ১ বছর পূর্বে "সেপ্টেম্বর ২০২২" অনুচ্ছেদে

সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উইকিপিডিয়ার নীতিমালা ভঙ্গ করার জন্য এই সকপাপেট অ্যাকাউন্টটি তৈরি করেছেন। দয়া করে মনে রাখুন কিছু যৌক্তিক কারণ ব্যতীত উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্টের ব্যবহার একদম নিষিদ্ধ। বাধা উপেক্ষা করে তৈরি করা পাতাসমূহ অপসারণ ও সম্পাদনাসমূহ বাতিল করা হতে পারে। আপনার অবদান দেখে, এটিই আপনার একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}

— FaysaLBinDaruL (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@FaysaLBinDaruL: আপনি এই বার্তাটি ও তার ব্যবহারকারী পাতার টেমপ্লেটটি যোগ করেছেন, কিন্তু তখনও ব্যবহারকারী পরীক্ষণ এবং বাধা দেওয়া হয়নি। আশা করি পরবর্তীতে সতর্ক থাকবেন। অন্যথায়, বিভ্রান্তি তৈরি হতে পারে। রিয়াজ (আলাপ) ০৬:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Riaz আচ্ছা। এটা আজকে প্রথম বার করলাম। ভাই বাঁধা দেয়ার জন্য টেমপ্লেট যোগের পরবর্তী পদক্ষেপ কি? ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৬:২০, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: বাধা দেওয়ার আগে কোনো টেমপ্লেট যোগ করবেন না। সকপাপেট মনে হলে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/জঙ্গলবাসী পাতায় জানাবেন। রিয়াজ (আলাপ) ০৬:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন