বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Moheen/উইকিপদক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "এশীয় মাস পদক" অনুচ্ছেদে

এই পাতায় ৩টি সম্পাদকের পদক, ৩টি নিরলস অবদানকারী পদক , ১টি উইকিরক্ষক পদক, ১টি শ্রেণীকরণ পদক, ২টি সহৃদয় উইকিপিডিয়ান পদক, ১টি ভালো নিবন্ধ পদকসহ মোট ২৩টি উইকিপদক রয়েছে।

সম্পাদকের পদক

সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ তৈরি, টেমপ্লেট তৈরী এবং নিবন্ধের যথাযথ সম্প্রসারণ করে মানবৃদ্ধি করে যাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ মহীন রিয়াদ ভাইকে এই পদকটি দিলাম। : মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৫:১৬, ১৭ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন


সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৫২, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


সম্পাদকের পদক
সুপ্রিয় Moheen/উইকিপদক!

উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -- শাহাদাত সায়েম (আলাপ) ১৪:৫৯, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিরলস অবদানকারী পদক

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়াতে ধৈর্য্যর সাথে বিভিন্ন বিষয়ে নিরলসভাবে কাজের স্বীকৃতি স্বরূপ আমার পক্ষ থেকে এই আপনাকে নিরলস তারকা পদক দেওয়া হল।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:০৫, ২৬ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন


নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


নিরলস অবদানের পদক
চলচ্চিত্র বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আপনাকে এই সামান্য পদকটি দিলাম। আশা করছি নিগৃহীত হবে না। নকীব সরকার বলুন... ১৩:৫৭, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিরক্ষক পদক

সহৃদয় উইকিপিডিয়ান পদক!
মহিন ভাই, উইকিপিডিয়া থেজে প্রত্যেকদিন ধ্বংসপ্রবণতা রোধের জন্য আপনাকে এই পদক দিলাম Sethtalk ১০:০৭, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

শ্রেণীকরণ পদক

শ্রেণীকরণ পদক
বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে গিয়ে আপনি এখন পর্যন্ত ২২০০ এর অধিক বিষয়শ্রেণী যুক্ত করেছেন। এই পদক আপনার প্রাপ্য City of Zion (আলাপ) ০৯:০৭, ৩০ জানুয়ারি ২০২০ (ইউটিসি))উত্তর দিন

সহৃদয় উইকিপিডিয়ান পদক

সহৃদয় উইকিপিডিয়ান পদক!
সুপ্রিয় Moheen, সম্প্রতি আপনি আমার অতিথি-বই-এ সাক্ষর করেছেন! আমার অতিথি-বই-এ সাক্ষর করার জন্য অসংখ্য ধন্যবাদ। --প্রত্যয় (স্বাগতম) ১৪:৩৩, ২৯ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন


দয়ালু মনোভাবের পদক
আপনার প্রতি রইল আমার পক্ষ থেকে এই পদক। ধন্যবাদ। Babul Akter Khan (আলাপ) ১২:৫২, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভাল নিবন্ধ পদক

ভালো নিবন্ধ পদক
বাংলা উইকিতে ভাল নিবন্ধ যুক্ত করার ক্ষেত্রে আপনার অবদানের জন্য ধন্যবাদ। এই অগ্রযাত্রা চলমান থাকুক। শুভকামনা ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:১৬, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস পদক


সুপ্রিয়
Moheen
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৩৩টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনাসভা পদক

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৪!
সুপ্রিয় Moheen!

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৪-এ অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৪ আয়োজক দল, শুক্রবার ১৬:০৩, ২৪ মে ২০২৪ (ইউটিসি)


বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩!
সুপ্রিয় Moheen!

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন আয়োজক দল, বৃহস্পতিবার ১৮:৪৯, ০৮ জুন ২০২৩ (ইউটিসি)


উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় Moheen!

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ আয়োজক দল, বৃহস্পতিবার ১৫:০০, ০৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)


বিশেষ এডিটাথন পদক
প্রিয় Moheen,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন


মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় Moheen!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ আয়োজক দল, রবিবার ১৩:০৬, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)


জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় Moheen,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পিংক ফ্লয়েড পদক!

পিংক ফ্লয়েড পদক
এটা আপনার প্রাপ্য, কারণ আমি জানি পিংক ফ্লয়েড সংক্রান্ত সকল ধরনের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে আপনার কোন ক্লান্তি নেই। শুভেচ্ছা ও শুভকামনা City of Zion (আলাপ) ১৯:১০, ২৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিসংখ্যান পদক

১০০০+ নিবন্ধের প্রণেতা পদক
দেখতে দেখতে (অপসারণ বাদে) ১০০০+ হয়ে গেল। অভিনন্দন! শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৭:১০, ১৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন


৫০,০০০ সম্পাদনা পদক
বাংলা উইকিপিডিয়ায় তৃতীয় ও একনিষ্ঠ উইকিপিডিয়ান হিসেবে পঞ্চাশ হাজারতম সম্পাদনার মাইলফলক ইতোমধ্যেই স্পর্শ করায় আপনাকে ৫০,০০০ সম্পাদনা পদকটি স্মারকস্বরূপ প্রদান করা হলো। আন্তরিকভাবে আশাবাদী যে, ভবিষ্যতে লক্ষতম সম্পাদনা পদকপ্রাপ্তির বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাবেন নিজেকে। উইকি’র অগ্রযাত্রায় আপনাকে সবিশেষ অভিনন্দন! - Suvray (আলাপ) ১৭:২০, ১০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন