বিষয়বস্তুতে চলুন

ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
কর্ণাটকএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২৬ নং স্থানে ব্যাঙ্গালোর দক্ষিণ
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যকর্ণাটক
বিধানসভা নির্বাচনী এলাকা৮টি
প্রতিষ্ঠিত১৯৫২-বর্তমান
মোট নির্বাচক১,৯৯৮,৭২৪[১]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল কন্নড়। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৯৯৮,৭২৪ জন৷

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কর্ণাটকের ব্যাঙ্গালোর নগর জেলার মধ্য ও দক্ষিণ দিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস[সম্পাদনা]

ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৫১ থেকে ১৯৭৭ অবধি এটি মহীশূর রাজ্য ও এর পরে এটি কর্ণাটক রাজ্যের অংশীভূত হয়৷

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২২৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কর্ণাটকের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতঃপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটিও বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি বা তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

গোবিন্দরাজনগর বিধানসভা কেন্দ্র [৩]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বিজয়নগর বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

চিকপেট বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বাসবনগুড়ি বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭০ নং বিধানসভা কেন্দ্র। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

পদ্মনাভনগর বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭১ নং বিধানসভা কেন্দ্র। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বানেরঘাটা তওরেকেরে মাদিওয়ালা লেআউট বা বিটিএম লেআউট বা কুবেম্পুনগর বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭২ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷

জয়নগর বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭৩ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷

বোম্মনহাল্লি বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭৫ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র[সম্পাদনা]