মার্গারিট মিলওয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্গারিট মিলওয়ার্ড
মার্গারিট মিলওয়ার্ডের তৈরি একটি শিল্পকর্ম
জন্ম
রোজা মার্গারিট এজ

১৮৭৩
কিংস নর্টন, ওরচেস্টারশায়ার
মৃত্যু১০ ফেব্রুয়ারি, ১৯৫৩
জাতীয়তাব্রিটিশ
পরিচিতির কারণভাস্কর ও নৃতত্ত্ববিদ

মার্গারিট মিলওয়ার্ড (১৮৭৩- ১৯৫৩) ছিলেন একজন ব্রিটিশ ভাস্কর ও নৃতত্ত্ববিদ। ভারতীয় গোষ্ঠীগুলোর নৃতাত্ত্বিক ধরনের উপর ভিত্তি করে আবক্ষ মূর্তি তৈরি এবং তার লেখা "আর্টিস্ট ইন আননোন ইন্ডিয়া" বইটির জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মার্গারিট মিলওয়ার্ড ১৮৭৩ সালে ওরচেস্টারশায়ারের কিংস নর্টনে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে তাঁর নাম ছিল রোজা মার্গারিট মিলওয়ার্ড।[১][২] তাঁর বাবা চার্লস অ্যালার্টন এজ ছিলেন একজন স্থানীয় স্থাপত্যবিদ।[৩][৪] তিনি বার্মিংহাম স্কুল অফ আর্ট এবং ব্রমসগ্রোভ স্কুল থেকে কাঠখোদাই, চিত্রকলা ও মডেলিং বিষয়ে পড়াশোনা করেছিলেন।[৫] তিনি ১৯০১ সালে ব্যবসায়ী ফিলিপ মিলওয়ার্ডকে বিয়ে করেছিলেন এবং স্বামীর কাজের সুবাদে তাঁদের উভয়কেই দক্ষিণ আমেরিকায় চলে যেতে হয়েছিল।

ভারতে আগমন[সম্পাদনা]

মিলওয়ার্ডের প্রথম ভারত সফরটি ছিল ১৯২৬ সালে, সেই সময়ে তিনি শান্তিনিকেতনে বাঙালি কবি ও সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ছিলেন।[৬] ১৯২৯ সালে পুনরায় তিনি ভাস্কর্য শেখানোর জন্য শান্তিনিকেতনে ফিরে এসেছিলেন, সেই সময়ে তিনি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম পরিচালক ও বাঙালি নৃবিজ্ঞানী বিরজাশঙ্কর গুহর সাথে দেখা করেছিলেন। মিলওয়ার্ড এই অভিজ্ঞতাগুলোকে তাঁর নৃতাত্ত্বিক অভিযানের অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেছেন।

প্রকাশনা[সম্পাদনা]

  • মিলওয়ার্ড, এম (১৯৪৮, আর্টিস্ট ইন আননোন ইন্ডিয়া, টি. ওয়ার্নার লরি লিমিটেড [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FreeBMD"www.freebmd.org.uk। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮ 
  2. "Mrs (Rosa) Marguerite Milward - Mapping the Practice and Profession of Sculpture in Britain and Ireland 1851-1951"sculpture.gla.ac.uk। ২০২২-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮ 
  3. Elliott, M. J. (2012). Sculptural Biographies in an Anthropological Collection: Mrs Milward’s Indian ‘Types.’ In K. Hill (Ed.), Museums and Biographies: Stories, Objects, Identities (pp. 215–228). Boydell & Brewer, Boydell Press.
  4. "Marriage of Mr P. H. Milward and Miss Rosa Edge"। Leamington Spa Courier। ২২ ফেব্রুয়ারি ১৯০১। 
  5. Hutton, J. H. (1953). Mrs. Marguerite Milward: 1873-1953. Man, 53, 40.
  6. Milward, Marguerite (১৯৪৮)। Artist in Unknown India। T. Werner Laurie Limited।