বিষয়বস্তুতে চলুন

মিসরাত জাহান মৌসুমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিসরাত জাহান মৌসুমী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোসাম্মাত মিসরাত জাহান মৌসুমী
জন্ম (2001-06-08) ৮ জুন ২০০১ (বয়স ২২)
জন্ম স্থান পালিছড়া, রংপুর, বাংলাদেশ
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) [তথ্যসূত্র প্রয়োজন]
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
বসুন্ধরা কিংস মহিলা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১১–২০১৩

পালিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,

রংপুর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– বসুন্ধরা কিংস ২০ (৪)
জাতীয় দল
২০১৩–২০১৫ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ (৪)
২০১৪–২০১৭ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ১১ (৩)
২০১৮– বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১০ (৩)
২০১৪– বাংলাদেশ ২০ (১)
অর্জন ও সম্মাননা
মহিলা ফুটবল
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
রানার-আপ ২০১৬ বাংলাদেশ
দক্ষিণ এশীয় গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৬ বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০১৮ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ
বিজয়ী ২০১৯ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং কেন্দ্রীয়
বিজয়ী ২০১৫ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪[১]
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ অনুযায়ী সঠিক।

মোসাম্মাত মিসরাত জাহান মৌসুমী (জন্ম: ৮ জুন ২০০১) একজন বাংলাদেশী পেশাদার মহিলা ফুটবলার, যিনি বাংলাদেশ মহিলা ফুটবল লীগ ক্লাব বসুন্ধরা কিংস মহিলা এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল উভয়ের হয়ে মিডফিল্ডার হিসাবে খেলেন। বর্তমানে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করছেন, যা ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছে। তিনি ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়ানশিপ(দক্ষিণ ও মধ্যএশিয়া) বিজয়ী দলের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত ২০১৭ এএফসি নারী চ্যাম্পিয়ানশিপ কোয়ালিফিকেশনে গ্রুপ সি'র পাঁচটি ম্যাচের সবগুলোতেই খেলেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মিসরাত জাহান মৌসুমী ২০০১ সালের ৮ ই জুন রংপুরের পালিছড়ায় জন্মগ্রহণ করেন।[২]

খেলোয়াড়ি জীবন[সম্পাদনা]

মৌসুমী তার খেলোয়াড়ি জীবনে সর্বপ্রথম ২০১১ সালে প্রথম পালিছড়া প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পালিছড়া প্রাথমিক সরকারের জন্য খেলেন এবং তারা সে বছর রানার আপ হয়েছিল। তিনি ২০১২ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও খেলেছিলেন যেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে, তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের জন্য নির্বাচিত হয়েছিলেন।

ক্লাব ক্যারিয়ার[সম্পাদনা]

বসুন্ধরা কিংস[সম্পাদনা]

২০২০–বর্তমান: ঐতিহাসিক লীগের সাফল্য[সম্পাদনা]

বসুন্ধরা কিংস ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে মিসরাত জাহান মৌসুমীকে স্বাক্ষরের ঘোষণা দিয়েছিল,[৩] যিনি মিডফিল্ডার হিসাবে বাংলাদেশের মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করছেন। তার জন্য, দেশে বা বিদেশে যে কোনও লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা। তিনি ২০২০ সালের ২২ ফেব্রুয়ারিতে ২০২০ বাংলাদেশ মহিলা ফুটবল লীগে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম একাদশ খেলোয়াড় হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ৪০ তম মিনিটে লীগে তার প্রথম গোলটি করেন এবং এক মিনিট পরে ম্যাচের প্রথমার্ধের ৪১ তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন, তারা সেই ম্যাচটি ১২-০ ব্যবধানে জিতেছিল।.[৪] তবে, ২০২০ সালের ১৬ মার্চ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোভিড-১৯ এর কারণে সমস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং মহিলা ফুটবল লিগের ম্যাচগুলি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে, লীগটি আবার শুরু না হওয়া পর্যন্ত তিনি তার পরিবারের সাথে বাড়িতে ছিলেন। লীগটি আবার পুনরায় শুরু হওয়ার পরে, ২০২০ সালের ২৪ নভেম্বর, তিনি এমকে গ্যালাক্টিকো সিলেটের বিপক্ষে ম্যাচের ৫ম মিনিট এবং ১৮ তম মিনিটে দুটি গোল করেছিলেন। তিনি সাধারণত মিডফিল্ডার হিসাবে খেলেন, তবে তিনি ২০২০ মৌসুমে দলের হয়ে মাঝে মধ্যে উইঙ্গার হিসাবেও খেলেছে। তিনি ২০২০ বাংলাদেশ মহিলা ফুটবল লীগের সবকটি ম্যাচ খেলেছিলেন। ছয় বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা ফুটবল লিগের বহুল প্রতীক্ষিত ২০২০ মৌসুমে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।[৫]

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

২০১৩–২০১৭: যুব পর্যায়ে সাফল্য[সম্পাদনা]

২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ানশিপ কোয়ালিফিকেশন – গ্রুপ বি প্রতিযোগিতার জন্য মৌসুমী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে নির্বাচিত হয়েছিলেন। নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে - বাংলাদেশ অংশ নিয়েছিল। মৌসুমী আসন্ন টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা দলে নির্বাচিত হয়েছিল।

"মৌসুমী এমন একজন খেলোয়াড়, যিনি দলের প্রয়োজন হলে দায়িত্ব পালন করতে পারে। যে কোনও সময় প্রতিরক্ষামূলক পাল্টাপাল্টি লড়াই হয়, পরিস্থিতি কীভাবে পরিচালনা করতে হয় তা কেবল মৌসুমীই জানেন।"

প্রধান কোচ গোলাম রব্বানী দলে মৌসুমীর গুরুত্বের কথা তুলে ধরেন.[৬]

তিনি নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং কেন্দ্রীয় ও খেলেন, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ানশিপ এর জন্য কোয়ালিফায়ারে অংশগ্রহণ করে। তিনি, ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ানশিপ কোয়ালিফিকেশনে গ্রুপ সি'র জন্য বাছাইপর্ব খেলেছে, যেখানে বাংলাদেশ গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়েছিল। গ্রুপ সি চ্যাম্পিয়ন হিসাবে, বাংলাদেশ সেপ্টেম্বর ২০১৭ এ থাইল্যান্ডে ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছিল।[৭]

২০১৮–২০১৯: সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা এবং বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ[সম্পাদনা]

মিসরাত জাহান মৌসুমীকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। তার অধিনায়কত্বের অধীনে ২০১৯ সালে, তারা ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ[৮] এবং বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ[৯] জিতেছে। পরবর্তীতে তিনি ২০১৯ এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশন খেলেছে।[১০]

২০১৪: সিনিয়র টিম অভিষেক, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল[সম্পাদনা]

বয়স ভিত্তিক স্তরে তার কৃতিত্বের স্বীকৃতি হিসাবে, মৌসুমী ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলে নির্বাচিত হয়েছিলেন।[১১]

২০১৬–২০১৮: দক্ষিণ এশীয় গেমস - ব্রোঞ্জ এবং সাফ ফাইনাল[সম্পাদনা]

মৌসুমী ২০১৬ দক্ষিণ এশীয় গেমসের জন্য বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলে নির্বাচিত হয়েছিলেন, যেখানে তারা মহিলাদের ফুটবল বিভাগে তৃতীয় হয়ে ওঠে এবং ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও তিনি ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের দলে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ বি গ্রুপে ছিল। তিনি বি গ্রুপের দুটি ম্যাচ খেলেছিলেন এবং গ্রুপ বি অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছায়,[১২] যেখানে তারা ভারতের বিপক্ষে হেরে রানার-আপে হয়েছিল।[১৩] এবং ২০১৮ সালে, তিনি ২০২০ এএফসি মহিলা অলিম্পিক বাছাই টুর্নামেন্টেও খেলেছিলেন।[১০]

২০১৯–বর্তমান: সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল[সম্পাদনা]

মৌসুমী ২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ‘এ’ গ্রুপে ছিল। তিনি ‘এ’ গ্রুপের দুটি ম্যাচ খেলেন। মৌসুমী বাংলাদেশের হয়ে তার প্রথম গোলটি ৪৬ তম মিনিটে ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের দিনে করেছিলেন, যার ফলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে পৌঁছায়।[১৪] তিনি নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় খেলাও খেলেন। সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতের, যেখানে তারা সেই ম্যাচটি হেরে যায়।

আন্তর্জাতিক গোল[সম্পাদনা]

নং তারিখ স্থান প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা তথ্যসূত্র
১৪ মার্চ ২০১৯ সহিদ রঙ্গশালা, নেপাল ভুটান  ১–০ ২–০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ [১৫]

সম্মাননা[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

বসুন্ধরা কিংস মহিলা

আন্তর্জাতিক[সম্পাদনা]

রানার-আপ : ২০১৬
ব্রোঞ্জ : ২০১৬
বিজয়ী (১): ২০১৮
বিজয়ী ট্রফি ভাগাভাগি (১): ২০১৯
  • এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং কেন্দ্রীয়
বিজয়ী : ২০১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Schedule & Results"Asian Football Confederation। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২ 
  2. "আমাদের ফুটবল রাজকন্যা"Samakal। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  3. "The most powerful team is Bashundhara"UNB (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  4. "Queens of the Kings off to flying start"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২০ 
  5. "Unstoppable Kings clinch Women's Football League"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৬ 
  6. Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"Dhaka Tribune। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১ 
  7. "Bangladesh, Australia through to AFC U-16 Women's C'ship 2017"Asian Football Confederation। ২০১৬-০৯-০৪। ২০১৬-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৬ 
  8. "Bangladesh win SAFF U-18 Women's title"Banglanews24.com। ৭ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯ 
  9. "Bangladesh, Laos U-19 women declared joint champions as Fani forces cancellation of Bangamata Gold Cup final"bdnews24.com। ৩ মে ২০১৯। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১ 
  10. "Mishrat Jahan Moushumi"। Global Sports Archive। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  11. "BFF announces national women's squad for SAFF"observerbd.com। ২৫ অক্টোবর ২০১৪। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  12. "saff-womens-championship-2016"saffederation.org। ২০১৯-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  13. "AWARDS AND HONOURS"nepal90.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  14. "হুমকি-ধমকিও দমাতে পারেনি ফুটবলের রাজকন্যাকে"Prothomalo। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  15. "Bangladesh women defeat Bhutan in Saff opener to reach semis"Dhaka Tribune। ১৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১ 
  16. "Unstoppable Kings clinch Women's Football League"Dhaka Tribune। ২০২০-১২-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৬ 
  17. "Bashundhara Kings retain title"The Daily Star। ১৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]