বিষয়বস্তুতে চলুন

রিয়াল মাদ্রিদ রাগবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াল মাদ্রিদ
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ রাগব
ইউনিয়নস্প্যানিশ রাগবি ফেডারেশন
ডাকনামমেরেঙ্গুয়েজ
প্রতিষ্ঠাকাল১৯২৪
বিলুপ্তিকাল১৯৪৮; ৭৬ বছর আগে (1948))
দলের কিট

রিয়াল মাদ্রিদ রাগবি ছিলো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের রাগবি ইউনিয়ন শাখা।এটি ১৯২৪ সালে চালু করা হয়।তবে ১৯৪৮ এই শাখাটি বন্ধ করে দেওয়া হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

প্রথম খেলা, রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদ, ১৯২৫

রিয়াল মাদ্রিদের রাগবি বিভাগটি ক্লাবের কিছু তরুণ সদস্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মধ্যে সাবেক ফুটবলার ইউলজিও আরাঙ্গুরিন উল্লেখযোগ্য। ১৯২৫ সালের ১০ জানুয়ারি দলটি স্টেডিয়াম মেট্রোপলিটোনোতে তাদের প্রথম ম্যাচটি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলেছিল, যা রিয়াল মাদ্রিদ ২৭-০ গোলে জিতেছিল।[২][৩] অস্তিত্বের প্রথম বছরগুলিতে রিয়াল মাদ্রিদ রাগবি চ্যামার্তিন, এল এস্তাদিও, এল ক্যাম্পো দে লস সুইয়োজোস এবং কনিলজাসের মতো বিভিন্ন স্থানে খেলেছিলেন।

১৯৩৪ কোপা দেল রে জয়ী দল

অর্জন[সম্পাদনা]

  • কোপা দেল রে = ১৯৩৪

তথ্যসূত্র[সম্পাদনা]