লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লক্ষ্মীপুর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৩ নং চিহ্নিত কেন্দ্রটি লক্ষ্মীপুর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৩ নং চিহ্নিত কেন্দ্রটি লক্ষ্মীপুর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকাছাড়
কেন্দ্র নং.১৩
লোকসভা কেন্দ্র২. শিলচর
নির্বাচনী বছর১,৬৫,৮১৩ (২০২১)

লক্ষ্মীপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (তেরো বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬৫,৮১৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৪,৯৭৮ জন এবং নারী ভোটার ৮০,৮৩৫ জন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৫১।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪৪,১৮৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,৮২৪ জন এবং নারী ভোটার ৬৮,৩৫৯ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,২৭,৩৫০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৭,৩২৩ জন এবং নারী ভোটার ৬০,০২৭ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৪] রাজনৈতিক দল সময়কাল
২০২১ কৌশিক রায় বিজেপি ২০২১-বর্তমান
২০১৬[৫] রাজদীপ গোয়ালা আইএনসি ২০১৪-২১
২০১৪
২০১১ দীনেশ প্রসাদ গোয়ালা ১৯৮৩-২০১৪
২০০৬
২০০১
১৯৯৬
১৯৯১
১৯৮৫
১৯৮৩ স্বতন্ত্র
১৯৭৮ কাজী কুতুবউদ্দিন আহমেদ ১৯৭৮-৮৩
১৯৬৭ এম.সি সিংহ আইএনসি ১৯৬৭-৭৮
১৯৬২ রামপ্রসাদ চৌবে ১৯৫৭-৬৭
১৯৫৭
১৯৫২ রঘুনন্দন ধুবি ১৯৫২-৫৭
১৯৫১ রামপ্রসাদ চৌবে ১৯৫১-৫২

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম লোকসভা নির্বাচন, ২০২১ : লক্ষ্মীপুর[৬]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৌশিক রায় ৫৫,৩৪১ ৪৪.৬১% +১১.৮৩
কংগ্রেস মুকেশ পাণ্ডে ৪২,৬৪১ ৩৪.৩৮% -২০.৭৪
স্বতন্ত্র থইবা সিংহ ২০,৫০৩ ১৬.৫৩% অপ্রযোজ্য
অজাপ আলিমুদ্দিন মজুমদার ২,৯৯১ ২.৪১% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৫৩৬ ১.২৪% +০.০৪
জয়ের ব্যবধান ১২,৭০০ ১০.৩৭% -১১.৯৬
ভোটার উপস্থিতি ১,২২,৫১০ ৭৪.০৩% -২.১৩
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং +১১.৮৩

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম লোকসভা নির্বাচন, ২০১৬ : লক্ষ্মীপুর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস রাজদীপ গোয়ালা ৬০,১৩৫ ৫৫.১২
বিজেপি থইবা সিংহ ৩৫,৭৬৮ ৩২.৭৮
জেডিইউ লালথোমলিয়েন হমার ৮,৯২৩ ৮.১৮
এসইউসিআই(সি) জয়সিংহ ছেত্রী ১,৩৪৬ ১.২৩
স্বতন্ত্র সঞ্জয় কুমার ঠাকুর ৭৪১ ০.৬৮
স্বতন্ত্র আজমল হোসেন লস্কর ৬৬০ ০.৬
স্বতন্ত্র উজ্জ্বল ধুবি ৪৫৬ ০.৪২
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৩০৯ ১.২০
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৩৬৭ ২২.৩৩
ভোটার উপস্থিতি ১,০৯,১০৪ ৭৬.১৬
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৪ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা উপনির্বাচন, ২০১৪: লক্ষ্মীপুর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস রাজদীপ গোয়ালা ৩৯,১৫৯ ৪১.৯৮
বিজেপি সঞ্জয় কুমার ঠাকুর ২৯,৩২২ ৩১.৪৩
গণতান্ত্রিক মোর্চা মুকেশ পাণ্ডে ২২,৫৯০ ২৪.২২
এসইউসিআই(সি) জয়সিংহ ছেত্রী ১,৬৪০ ১.৭৬
স্বতন্ত্র নাজিম উদ্দিন মজুমদার ৫৭৮ ০.৬২
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,০৭০ ১.১৫
সংখ্যাগরিষ্ঠতা ৯,৮৩৭ ১০.৫৪
ভোটার উপস্থিতি ৯৩,২৮৯ ৬৭.৮৯
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Patharkandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/lakhipur-election-result-s03a013/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "Assam Assembly election 2021, Lakhipur profile: Congress' Rajdeep Goala won seat in 2016 with margin of 24,439 votes-Politics News , Firstpost"Firstpost। ২০২১-০২-১৯। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১ 
  6. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।