শঙ্কর প্রসাদ দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শঙ্কর প্রসাদ দত্ত
বারজালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৩
পূর্বসূরীদীপক কুমার রায়
উত্তরসূরীসুদীপ রায় বর্মন
ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৯
পূর্বসূরীখগেন দাস
উত্তরসূরীপ্রতিমা ভৌমিক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-08-18) ১৮ আগস্ট ১৯৫৭ (বয়স ৬৬)
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীকৃষ্ণা রক্ষিত
সন্তান
পিতামাতাসুধীর কুমার দত্ত (বাবা)
বিজন বাসিনী দত্ত (মা)
প্রাক্তন শিক্ষার্থীমারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়

শঙ্কর প্রসাদ দত্ত একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতির সাথে যুক্ত। তিনি ত্রিপুরা বিধানসভায় একবার বিধায়ক ও ভারতীয় লোকসভায় একবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

জীবনী[সম্পাদনা]

শঙ্কর প্রসাদ দত্ত ১৯৫৭ সালের ১৮ আগস্ট ভারতের ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করেন।[১] তার বাবার নাম সুধীর কুমার দত্ত ও মায়ের নাম বিজন বাসিনী দত্ত। শঙ্কর প্রসাদ দত্ত মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৯২ সালের ১ জুন তিনি কৃষ্ণা রক্ষিতের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের একটি কন্যাসন্তান আছে।

শঙ্কর প্রসাদ দত্ত ২০০৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বারজালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[২] এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ লোকসভা নির্বাচনে তিনি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Members Bioprofile"www.loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  2. "List of Winners in Tripura 2008"www.myneta.info। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  3. "List of Winners in Loksabha 2014"www.myneta.info। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯