বিষয়বস্তুতে চলুন

শাহ সুজা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহ সুজা মসজিদ

মসজিদের গম্বুজ

অবস্থান মোগলটুলী, কুমিল্লা, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৬৫৮
স্থাপত্য তথ্য
ধরন মুঘল স্থাপত্য
মিনার

শাহ সুজা মসজিদ বাংলাদেশের কুমিল্লা জেলার শহরে মোগলটুলিতে অবস্থিত একটি মসজিদ। মসজিদটির নির্মাণ সময়কাল ও স্থপতি নিয়ে বিতর্ক আছে। মসজিদে কোনো নির্মাণকালীন শিলালিপি পাওয়া যায়নি।

বিবরণ[সম্পাদনা]

একটি মত অনুযায়ী, মসজিদটি রাজা গোবিন্দমাণিক্য শাহ সুজার স্মরণে তৈরী করেছিলেন।[১] তবে আরেকটি মতে, এটি শাহ সুজা সুবাহদার থাকাকালীন কোনো এক মোঘল ফৌজদার সুজার নামানুসারে সৈন্যদের নামাজ পড়ার জন্য মসজিদটি নির্মাণ করেন।[২]

মসজিদটি কুমিল্লা জেলার মোগলটুলী এলাকায় পুরাতন গোমতী নদীর তীরে অবস্থিত। মসজিদটির স্থাপনাকাল সম্পর্কে স্পষ্ট বর্ণনা থাকলেও মসজিদের তোরণে ১৬৫৮ খ্রিস্টাব্দ তারিখ দেয়া রয়েছে।[৩]

স্থাপত্যশিল্প[সম্পাদনা]

মসজিদের চারদিকে চারটি মিনার রয়েছে, যার প্রতিটির মাথায় গম্বুজ রয়েছে।[৩]

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চক্রবর্ত্তী, ভূপেন (১৩৫১) [ত্রিপুরাব্দ]। রাজমালা। আগরতলা, কোলকাতা: টিচার্স এণ্ড কোং। পৃষ্ঠা ১৬৭। 
  2. "শাহ সুজা মসজিদ"www.comilla.gov.bd। ২০২২-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 
  3. "শাহ সুজা মসজিদ১ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]