বিষয়বস্তুতে চলুন

সাধনা ঔষধালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাধনা ঔষধালয়
সাধনা ঔষধালয় (ঢাকা)
ধরনআয়ুব্বের্দ ঔষধ প্রস্তুতকারক
শিল্পঔষধ প্রস্তুতকারক
প্রতিষ্ঠাকাল১৯১৪, সূত্রাপুর, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
প্রতিষ্ঠাতাযোগেশচন্দ্র ঘোষ
সদরদপ্তরসাধনা ঔষধালয় রোড, দক্ষিণদাঁড়ি, ,

সাধনা ঔষধালয় ভারত উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদ ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সাধনা ঔষধালয় বাংলাদেশের রাজধানী ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন যোগেশচন্দ্র ঘোষ। বিপুল সাফল্যের কারণে এক সময় চীন ও উত্তর আমেরিকায় সাধনা ঔষধালয়ের শাখা বা এজেন্সী ছিল।[১]

অবকাঠামো[সম্পাদনা]

সাধনা ঔষধালয়ের প্রধান কার্যালয় ঢাকার গেন্ডারিয়ায় প্রায় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত। এখন সাধনা ঔষধালয় কেবল বাংলাদেশভারত এ রয়েছে। বাংলাদেশে এর ৬৮টি বিক্রয়কেন্দ্র রয়েছে। একসময় প্রায় ৪৫০ প্রকারের ঔষধ থাকলেও বর্তমানে ১২০ প্রকারের ঔষধ প্রস্তুত করা হয়।[২]

বিখ্যাত ওষুধ/পণ্য[সম্পাদনা]

সারিবাদি সালসা, মৃতসঞ্জীবনী সুরা, বিউটি ক্রিম, দশন সংস্কার, কূটজারিষ্ট, চ্যবনপ্রাশ, মকরধ্বজ, মহাদ্রাক্ষারিষ্ট-এর মতো ওষুধের খ্যাতি দেশ জুড়ে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী। পরিবর্ধিত ৩য় সংস্করণ: অনন্যা প্রকাশনালয়, ঢাকা। ফেব্রুয়ারি ২০০০। পৃষ্ঠা ২৬৪। আইএসবিএন 984-412-104-3 
  2. "শতাব্দী পেরিয়ে সাধনা, কালের কণ্ঠ" 
  3. "বাঙালির লুপ্তপ্রায় সাধনা" 

আরও দেখুন[সম্পাদনা]