সিট্রা (পানীয়)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিট্রা
প্রকারসাইট্রাস স্বাদের সোডা
উৎপাদনকারীদ্য কোকা-কোলা কোম্পানি
উৎপত্তির দেশভারত
প্রবর্তন১৯৮০-এর দশক, ২০১২
রংসচ্ছ
স্বাদলেবুপাতিলেবু

সিট্রা ১৯৮০ ও ১৯৯০ দশকের শুরুতে ভারতে বাজারজাত ও বিক্রিত সচ্ছ লেবু ও পাতিলেবুর স্বাদযুক্ত সোডা ছিল।[১] পার্লে বিসলেরি সিট্রার মালিক ছিল। অন্যান্য পার্লের অনান্য ব্র্যান্ড থামস আপ, লিমকা, গোল্ড স্পট ও মাজার সাথে সিট্রাও ১৯৯৩ সালে কোকা-কোলার কাছে একটি চুক্তিতে বিক্রি হয়েছিল। বিক্রয়চুক্তির মূল্য $৪০ মিলিয়ন ডলার ছিল।[২][৩] মালিকানা বদলের সময় পার্লে বিসলারির ব্র্যান্ডগুলি একসঙ্গে ভারতের কোমল পানীয় ও বায়ুযুক্ত জল শিল্পের ৬০% বাজার দখলে ছিল৷ [৪] ব্র্যান্ডটি দক্ষিণ ভারতে শক্তিশালী ছিল।[৫] কোকের আন্তর্জাতিক ব্র্যান্ড, স্প্রাইটের বাজার সম্প্রসারণ ও বিক্রি বাড়াতে ২০০০ সাল নাগাদ সিট্রাকে পর্যায়ক্রমে বাজার থেকে অপসারণ করা হয়েছিল। [৬]

১৯৯৮ সালে, কোক মার্কিন বাজারে সিট্রা নামে একটি নতুন পানীয় প্রবর্তন করে যা পরবর্তীতে ফ্যান্টা সাইট্রাস নামকরণ করা হয়। যদিও ব্র্যান্ডের নাম একই ছিল, তবে মার্কিন সিট্রার উপাদান ছিল মূল সিট্রা হতে সম্পূর্ণ ভিন্ন। আঙ্গুরের স্বাদের।[৭] ২০২১ সালের ফেব্রুয়ারীতে কোক মহারাষ্ট্র এবং গুজরাটের গ্রামীণ অঞ্চলে সিট্রা ব্র্যান্ডকে একটি পাইলট প্রকল্প হিসেবে পুনরায় বিক্রি শুরু করে। প্রকল্পটি ছিল মূল্য কৌশলের ভিত্তিতে যা অন্যান্য কোক এবং প্রতিযোগী ব্র্যান্ডের তুলনায় 20% সস্তা[১] এবং ব্র্যান্ড পুনঃসুচনার মাধ্যমে ছোট আঞ্চলিক ব্র্যান্ডগুলির সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে।[৮][১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Coca-Cola to revive Citra after 19 years, aims mopping up volumes"The Economic Times। ১৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  2. Kachru, Upendra (২০০৯)। Strategic Management: Concepts and Cases। Excel Books India। পৃষ্ঠা 689, 690। আইএসবিএন 978-81-7446-424-8 
  3. "Coke uncorks war of words with partner"Reading Eagle। ৮ জানুয়ারি ১৯৯৫। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  4. Ray, Pradeep Kanta (২০০৫)। FDI and industrial organization in developing countries: the challenge of globalization in India। Ashgate Publishing, Ltd.। পৃষ্ঠা 82। আইএসবিএন 0-7546-4322-0 
  5. "Market dynamics force Coke to delay launch of diet cola"The Indian Express। ৭ জুন ১৯৯৮। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  6. "From household names to forgotten history: Story of India's grand old brands such as Binaca, Dalda & Moti Soaps"The Economic Times। ২৮ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  7. "Coca-Cola unveils new citrus-flavoured soda"Herald-Journal। ২০ ফেব্রুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  8. "Coke and Pepsi in war of flavours this season"The Times of India। ২২ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২