বিষয়বস্তুতে চলুন

স্থলবেষ্টিত রাষ্ট্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বি-স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ[ক]

স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে একটি দেশ বা রাষ্ট্র যার ভূখণ্ড কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয় কিংবা তার উপকূলরেখার পুরোটাই অন্তর্বাহী হ্রদের উপর অবস্থিত। বর্তমানে বিশ্বে ৪৪টি স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে, যার মধ্যে দুটি রাষ্ট্র দ্বি-স্থলবেষ্টিত (উজবেকিস্তানলিশটেনস্টাইন) ও তিনটি সীমিত স্বীকৃতিপ্রাপ্তকাজাখস্তান বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র, অন্যদিকে ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত রাষ্ট্র।[১][২]

সাধারণত কোনো রাষ্ট্র স্থলবেষ্টিত হলে সে এক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হয় এবং আন্তর্জাতিক পানির সাথে সংযোগ থাকলে এটি এড়ানো যায়। এই জন্যই ইতিহাসজুড়ে ছোটবড় নির্বিশেষে বিভিন্ন রাষ্ট্র উন্মুক্ত জলরাশি লাভের জন্য লড়াই করেছিল।

এশিয়ার দেশ[সম্পাদনা]

নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানতুর্কমেনিস্তান

আফ্রিকার দেশ[সম্পাদনা]

মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুর্কিনা ফাসো, ইসোয়াতিনি, দক্ষিণ সুদান

ইউরোপের দেশ[সম্পাদনা]

অস্ট্রিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর মেসিডোনিয়া, সান মারিনো, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

দক্ষিণ আমেরিকা[সম্পাদনা]

বলিভিয়াপ্যারাগুয়ে

টীকা[সম্পাদনা]

  1. কোনো দেশ কেবল অন্যান্য স্থলবেষ্টিত দেশ দ্বারা আবদ্ধ হলে তাকে "দ্বি-স্থলবেষ্টিত" রাষ্ট্র বলা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Largest LLC"। United Nations Conference on Trade and Development। 
  2. "Landlocked country | Meaning, Examples, Maps, List, & Navies | Britannica"। ৫ আগস্ট ২০২৩।