বিষয়বস্তুতে চলুন

হিসেইন ব্রাহীম তাহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিসেইন ব্রাহীম তাহা
حسين إبراهيم طه
২০২২ সালে তাহা
অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের ১২তম মহাসচিব
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ নভেম্বর ২০২০
পূর্বসূরীইউসুফ আল-ওথাইমিন
পররাষ্ট্র মন্ত্রী (চাদ)
কাজের মেয়াদ
৫ ফেব্রুয়ারি ২০১৭ – ২৪ ডিসেম্বরে ২০১৭
প্রধানমন্ত্রীআলবার্ট পাহিমি প্যাডাকে
পূর্বসূরীমুসা ফকি
উত্তরসূরীজেইন শরীফের মিশন
ফ্রান্সে চাদের রাষ্ট্রদূত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৬
পূর্বসূরীমুখতার ওয়াওয়া দাহাব
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-11-01) ১ নভেম্বর ১৯৫১ (বয়স ৭২)
আবেচে, চাদ
সন্তান

হিসেইন ব্রাহিম ত্বহা ( আরবি: حسين إبراهيم طه ) একজন চাদিয়ার রাজনীতিবিদ এবং কূটনীতিক যিনি ইসলামিক সহযোগিতা সংস্থার ১২ তম এবং বর্তমান মহাসচিব । তিনি ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে চাদের সরকারে সংক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করেন। পদাধিকার বলে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির চ্যান্সেলর। [১]

কর্মজীবন[সম্পাদনা]

  • ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি এন'জামেনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
  • ১৯৯০ থেকে মে ১৯৯১ পর্যন্ত তিনি এন'জামেনায় পররাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।
  • জুন ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনি রিয়াদে দূতাবাসে প্রথম কাউন্সেলর ছিলেন।
  • ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি তাইওয়ানে রাষ্ট্রদূত ছিলেন।
  • ২০০৬ এর শুরুতে তিনি ভ্যাটিকান সিটিতে সহ-অ্যাক্রিডিটেশন সহ ফ্রান্সে রাষ্ট্রদূত ছিলেন [২]

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত মুসা ফাকির স্থলাভিষিক্ত, ৫ ফেব্রুয়ারি ২০১৭ ত্বহাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আলবার্ট পাহিমি প্যাডাক সরকারের সময় নিযুক্ত করা হয়েছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IUT"www.iutoic-dhaka.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 
  2. S.E. il Sig. Hissein Brahim Taha Ambasciatore del Ciad presso la Santa Sede,
  3. Ken Karuri, "Chad reshuffles cabinet as Moussa Faki takes over as AU chair", Africanews, 6 February 2017.