২০২৪ কোপা আমেরিকা নকআউট পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৪ কোপা আমেরিকা নকআউট পর্বের সকল ম্যাচ ২০২৪ সালের ৪ হতে ১৪ই জুলাই তারিখ পর্যন্ত টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, নেভাডার লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নিউ জার্সির পূর্ব রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম, নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম এবং ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই পর্বের কোয়ার্টার-ফাইনালে চার গ্রুপের শীর্ষ দুই দল মুখোমুখি হবে। অতঃপর কোয়ার্টার-ফাইনালের বিজয়ী ৪টি দল দুই সেমি-ফাইনালে মুখোমুখি হবে। সেমি-ফাইনালে পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবং বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।[১][২]

বিন্যাস[সম্পাদনা]

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, তবে;

  • কোয়ার্টার ফাইনালে, অতিরিক্ত সময় খেলার আয়োজন করা হবে না, বরং খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।
  • সেমি-ফাইনালে, তৃতীয় স্থান নির্ধারণী খেলায় এবং ফাইনালে, অতিরিক্ত সময় খেলা হবে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের চতুর্থ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উত্তীর্ণ দল[সম্পাদনা]

চার গ্রুপের শীর্ষ দুই স্থান অধিকারী দল নকআউট পর্বে খেলার জন্য উত্তীর্ণ হবে।

গ্রুপ প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী
বি
সি
ডি

বন্ধনী[সম্পাদনা]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৪ জুলাই – হিউস্টন
 
 
গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী
 
৯ জুলাই – পূর্ব রাদারফোর্ড
 
গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
২৫তম ম্যাচের বিজয়ী
 
৫ জুলাই – আর্লিংটন
 
২৬তম ম্যাচের বিজয়ী
 
গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী
 
১৪ জুলাই – মায়ামি গার্ডেন্স
 
গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
২৯তম ম্যাচের বিজয়ী
 
৬ জুলাই – লাস ভেগাস
 
৩০তম ম্যাচের বিজয়ী
 
গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী
 
১০ জুলাই – শার্লট
 
গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
২৭তম ম্যাচের বিজয়ী
 
৬ জুলাই – গ্লেনডেল
 
২৮তম ম্যাচের বিজয়ী তৃতীয় স্থান নির্ধারণী
 
গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী
 
১৩ জুলাই – শার্লট
 
গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
২৯তম ম্যাচের পরাজিত দল
 
 
৩০তম ম্যাচের পরাজিত দল
 

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২৫গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২৬গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২৭গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী

গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২৮গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী

সেমি-ফাইনাল[সম্পাদনা]

২৫তম ম্যাচের বিজয়ী বনাম ২৬তম ম্যাচের বিজয়ী[সম্পাদনা]

২৫তম ম্যাচের বিজয়ীম্যাচ ২৯২৬তম ম্যাচের বিজয়ী

২৭তম ম্যাচের বিজয়ী বনাম ২৮তম ম্যাচের বিজয়ী[সম্পাদনা]

২৭তম ম্যাচের বিজয়ীম্যাচ ৩০২৮তম ম্যাচের বিজয়ী

তৃতীয় স্থান নির্ধারণী[সম্পাদনা]

২৯তম ম্যাচের পরাজিত দলম্যাচ ৩১৩০তম ম্যাচের পরাজিত দল

ফাইনাল[সম্পাদনা]

২৯তম ম্যাচের বিজয়ীম্যাচ ৩২৩০তম ম্যাচের বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CONMEBOL Copa América 2024 Group Stage Draw Results"copaamerica.com। CONMEBOL। ডিসেম্বর ৭, ২০২৩। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০২৩ 
  2. "2024 Copa América Match Schedule" (পিডিএফ)। CONMEBOL। ডিসেম্বর ৭, ২০২৩। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]