বিশ্বম্ভর শেখর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বম্ভর শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১২২১-১২৫৪
পূর্বসূরিদ্বিতীয় হরিশচন্দ্র শেখর
উত্তরসূরিপ্রেম শেখর
বংশধরপ্রেম শেখর
অর্জুন শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাদ্বিতীয় হরিশচন্দ্র শেখর

বিশ্বম্ভর শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের আটচল্লিশতম রাজা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

বিশ্বম্ভর শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের সাতচল্লিশতম রাজা দ্বিতীয় হরিশচন্দ্র শেখরের পুত্র ছিলেন। তিনি ১২২১ খ্রিষ্টাব্দ হতে ১২৫৪ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। প্রেম শেখর ও অর্জুন শেখর নামক তার দুই পুত্র ছিল।[১]:৩৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
বিশ্বম্ভর শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
দ্বিতীয় হরিশচন্দ্র শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১২২১-১২৫৪
উত্তরসূরী
প্রেম শেখর