যুধিষ্ঠির শেখর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যুধিষ্ঠির শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৫৪১-৫৬০
পূর্বসূরিজয়ন্ত শেখর
উত্তরসূরিপ্রথম পুরন্দর শেখর
বংশধরপ্রথম পুরন্দর শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাজয়ন্ত শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

যুধিষ্ঠির শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের ষোড়শ রাজা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

যুধিষ্ঠির শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের পঞ্চদশ রাজা জয়ন্ত শেখরের পুত্র ছিলেন। তিনি ৫৪১ খ্রিষ্টাব্দ হতে ৫৬০ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। প্রথম পুরন্দর শেখর নামক তার এক পুত্র ছিল।[১]:৩৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
যুধিষ্ঠির শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
জয়ন্ত শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৫৪১-৫৬০
উত্তরসূরী
প্রথম পুরন্দর শেখর