বিষয়বস্তুতে চলুন

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
North Bengal Medical College
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের লোগো
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের লোগো
অন্যান্য নাম
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল
ধরনবেসরকারি চিকিৎসা বৈজ্ঞানিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান
স্থাপিত২০০০ (2000)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানঅধ্যাপক ডা. এম এ মুকিত
অধ্যক্ষঅধ্যাপক ডা. এস এম আকরাম হোসেন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮০
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৪৩
শিক্ষার্থী৩২০
অবস্থান
শিক্ষাঙ্গনশহর
ভাষাইংরেজি
ওয়েবসাইটnbmc.ac.bd

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০০০ সালে সিরাজগঞ্জের ধনবান্ধীতে কলেজটি তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। যমুনা তীরের এ কলেজটি ৬.১৭ একর (১৮.১৭ বিঘা) জমির উপর প্রতিষ্ঠিত। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।[১][২]

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএসবিডিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[৩]

ইতিহাস[সম্পাদনা]

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারী মেডিকেল কলেজ যা ২০০০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটি সিরাজগঞ্জ জেলা শহরে সাড়ে ৩ একর জমির উপর যমুনা নদীর তীরে একটি মনোরম স্থানে অবস্থিত।

কার্যক্রম[সম্পাদনা]

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

কলেজটিতে বাংলাদেশি ও বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।

কলেজটিতে ৮০ জন ফ্যাকাল্টি সদস্য, ১৪৩ জন স্টাফ এবং ৩২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম[সম্পাদনা]

অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উদ্‌যাপন, আন্তর্জাতিক দিবস, বিতর্ক ক্লাব, সামাজিক প্রোগ্রাম, আউটিং, ছাত্র পরামর্শ, নেতৃত্ব বিকাশ কর্মসূচী ইত্যাদি একজন শিক্ষকের পরিচালনায় ছাত্র কল্যাণ বিভাগ পরিচালিত হয়।

অবকাঠামো[সম্পাদনা]

মেডিকেল কলেজটির সাথে একটি হাসপাতাল রয়েছে যেটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About us – North Bengal Medical College and Hospital" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৪ 
  2. "পরিচালকের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৪ 
  3. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]